সন্ত্রাসী হামলায় বন্দরে এক যুবককে রক্তাক্ত জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে রিফাত (২১) নামে এক রাজমিস্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কুপিয়ে নগদ টাকা ও  মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসী ঝন্টু ও ইতিহাস গং এর বিরুদ্ধে। গত ২১শে মার্চ সোমবার রাতে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ নমুনা বাজারস্থ আমির মোল্লার র্ফামের ভিতরে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতের চিৎকারে শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় ওই রাজমিস্ত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হসপাতালে প্রেরণ করেছে। আহত রাজমিস্ত্রী রিফাত বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ বালিয়াগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে আহত রাজমিস্ত্রী বড় ভাই সোহেল আহাম্মেদ রাজু বাদী হয়ে ২২শে মার্চ মঙ্গলবার দুপুরে বন্দর থানায় বখাটে সন্ত্রাসী জন্টু, ইতিহাস শান্তসহ ৫ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৮/১০ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বাদী রাজু গণমাধ্যমকে জানান, সোমবার রাত ৮টায় আমার ছোট ভাই রিফাত রাজমিস্ত্রী কাজ শেষ করে মজুরি টাকা নিয়ে বাড়িতে ফিরছিল। ওই সময় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার লিটন মিয়ার বখাটে ছেলে স্থানীয় সন্ত্রাসী ঝন্টু একই এলাকার বাছেদ মিয়ার ছেলে ইতিহাস ফিরোজ মিয়ার ছেলে সজল ও একই এলাকার শান্ত ও আকাশসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে রাস্তার মধ্যে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নমুনা বাজারস্থ জনৈক আমির মিয়ার র্ফামের ভিতরে র্নিঝন স্থানে নিয়ে যায়। পরে উল্লেখিতরা আমার ছোট ভাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাজমিস্ত্রী কাজের মজুরী ১০ হাজার টাকা ও ১টি বাটান মোবাল সেট যার নাম্বার ০১৮২৫২৩১৯৮৪ ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

add-content

আরও খবর

পঠিত