নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুল হালিম আইলপাড়া পাঠানটুলী এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ শাহজাহান ও মাদক স¤্রাট শহিদুল্লাহকে গ্রেফতারের দাবী জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগে প্রকাশ, পুরাতন আইলপাড়া এলাকার মৃত: আজিজুর রহমানের কুখ্যাত ছেলে শাহজাহান ও আব্দুল হকের কুলাঙ্গার ছেলে শহিদুল্লাহ সহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে পথিমধ্যে মৃত: আব্দুর রশিদের ছেলে আব্দুল হালিমকে হত্যার উদ্দেশ্যে চাপাতি, ডেগার ও হকিষ্টিক দিয়ে অতর্কিত হামলা করে। চাপাতি ও ডেগার দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে হকিষ্টিক দিয়ে এলাপাথারি পেটাতে থাকে। তখন আহত ব্যক্তির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে আব্দুর হালিমের নিকট থাকা ব্যবসার কাপড় কেনার ১ লক্ষ টাকা, ২টি নকিয়া মোবাইল সেট যার মূল্য ৩০ হাজার টাকা নিয়ে মামলা না করার হুমকী দিয়ে চলে যায়। তখন রক্তাক্ত অবস্থায় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়। চিকিৎসা শেষে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে আসামীগণের থানায় প্রভাব ও বিভিন্ন প্রকার প্রকাশ্য হুমকীর কারণে মামলা করিতে না পেরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে থানায় মামলা করেন ভুক্তভোগী। আসামীগণ আরও ক্ষীপ্ত হয়ে ওঠে ও চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালায়। আসামীগণ মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হত্যার হুমকী প্রদর্শন করছে। শাহজাহান, শহিদুল্লাহ খুবই হিং¯্র প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে কেউই প্রকাশ্যে কিছু বলতে সাহস পায়না। উল্লেখিত সন্ত্রাসীগণের অপকর্মের বস্তুনিষ্ঠ সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও তাদের বিরুদ্ধে প্রশাসন হতে আইনগত কোন ব্যবস্থা গৃহিত হয় না। তাই শারীরিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থকারী সন্ত্রাসী শাহজাহান, শহিদুল্লাহর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর আবেদন জানান মোঃ আব্দুল হালিম। লিখিত অভিযোগটি দৃঃ আঃ উপ-সচিবের অভিযোগ সেলে রয়েছে।