নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদস্যু কোন দলের লোক না। তাদের গ্রেফতার করলে কোন তদবীর কাজে আসবে না। সে যতো বড় দলের নেতাই হোক না। এসব বিষয়ে কোন ছাড় নেই। ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, কিছু মানুষ ইসলামের নাম দিয়ে জিহাদের কথা বলে, সমাজের উঠতি বয়সের তরুণদের জঙ্গিবাদের মত বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে ৷ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ৷ নতুন প্রজন্মকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ স্কুলগামী ছাত্রদের কাগজ-কলম না দিয়ে ইয়াবা দেওয়া হচ্ছে ৷ উঠতি বয়সী কিছু মাস্তান জায়গা দখল করে নিচ্ছে৷ কিছু মানুষ যারা তেল চোর, বালু চোর, মানুষের জায়গা দখল করে ইট ভাটা দখল করে তারা পুলিশের সাথে সখ্যতা গড়ে তোলে ৷ নারায়ণগঞ্জে আমরা কাউকে ছাড় দেই নাই, বক্তাবলীতেও কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। মাদক-সন্ত্রাস ও ভূমিদস্যুতায় যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ৷