সন্ত্রাসী ও ভূমিদস্যুদের তথ্য দিন, কাউকে ছাড় দেওয়া হবে না : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : সন্ত্রাসী ও ভূমিদস্যুদের তথ্য দিন, কাউকে ছাড় দেওয়া হবে না মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, কারা মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজি করে সেটা আপনারা জানেন ৷ সে হয়তো কোন চেয়ারম্যান, মেম্বার কিংবা কোন মুরুব্বির ছেলে হতে পারে৷ আপনারা সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন ৷ আপনারা সে ভয়টি পাবেন না ৷ আমাদের তথ্য দিন। কাউকে ছাড় দেওয়া হয় নাই, অন্যায় কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবেও না ৷

১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

প্রধান অতিথি বক্তব্যে সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনারা যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমি চাই জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা। পুলিশ জনগণের বন্ধু এই কথাটা প্রতি পদে পদে হওয়া চাই। আপনাদের মাঝে অনেক চাপা কষ্ট আছে আমি জানি । অনেক ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। এবার নির্ভয়ে কথা বলার সুযোগ এসেছে।

তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের ‍দিন শেষ। আপনাদের কাছে এসেছি সে সকল ভূমিদস্যুদের নাম জানতে, যারা আপনাদের ভূমি দখল করছে, যারা চাঁদাবাজ-সন্ত্রাসী, এদের  নাম চাই । জেলা পুলিশ আপনাদের পরিচয় গোপন রাখবে । আমরা জনগণের সাথে সম্পৃক্ত হতে চাই। আইনের আপনাদের ক্ষমতা দেওয়া আছে । আপনারা  অপরাধ হতে দেখলে তা নিবারণ করবেন এবং দুষ্কৃতিকারীকে ধৃত করবেন। আমরা ওয়ার্ডের চৌকিদারের সাথে সংযোগ স্থাপন করতে চাই, নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপন করতে চাই, যাতে সমাজের সকল তথ্য পুলিশের কাছে চলে আসে । স্কুল-কলেজে মেয়েদের বিভিন্ন সময়ে ইভটিজিং করা হয়। আমরা ঐ সকল ইভটিজারদের নাম চাই, তাদেরকে আমরা শক্ত হস্তে দমন করব।আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ভূমিদস্যুতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা সবাই মিলে একসাথে সুন্দর বক্তাবলী ইউনিয়ন গড়ে তুলতে চাই।পরিশেষে সকলকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন এর সভাপতিত্বে এ সময় আরো  উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মো: মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক -সার্কেল), জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন, সালেহ উদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সহ মো: শওকত আলী, চেয়ারম্যান, বক্তাবলী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পুলিশের প্রশংসা করে বক্তব্য রাখেন কানাইনগর সোবাহানীয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং একজন বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত