নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঢাকা ডেক্স ) : রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০ জনের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক।
তারা হলেন- ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফাইয়াজ হোসেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর। বিষয়টি তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানের গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় সন্ত্রাসীরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিচ্ছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। এ ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২০ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ১৭ জনেই বিদেশী। রাতেই দুইজন পুলিশ অফিসার নিহত হন। পরে অভিযানে ৫ সন্ত্রাসীকে নিহত ও একজনকে জিবীত উদ্ধার করা হয়।