সন্ত্রাসীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করবো : রশিদ

নারায়ণগঞ্জ  বার্তা ২৪ ( বন্দর সংবাদ ) : নারায়ণগঞ্জের বন্দরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  এম এ রশিদ তার বক্তব্যে বলেন, বন্দরের মদনপুর ইউনিয়নের বর্তমান ৬নং ওয়ার্ড এর লাউসার সহ আশেপাশের এলাকা এক সময় খুব শান্তিপূর্ণ ও শৃঙ্খল ছিলো। কিন্তু বর্তমানে রুবেল নামে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সমগ্র এলাকাকে অশান্ত করে তুলেছে। বিভিন্নভাবে জানতে পেরেছি সন্ত্রাসী রুবেল স্থানীয় ওয়ার্ড মেম্বার ছাদেকুর রহমানকে বিনা কারণে পিস্তল ঠেকিয়ে গুলি করতে চেয়েছে। রুবেলের বিরুদ্ধে স্থানীয় হাজার হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল করেছে এবং তার কঠোর শাস্তির জন্য প্রশাসনের নিকট জনগণ অনুরোধ জানিয়েছেন। সে ১৮টি মামলার আসামী ও বন্দর থানায় তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে তার অবস্থান ১৫তম। তার পৈশাচিক অত্যাচারে জনগণ অতীষ্ঠ হয়ে গেছে। সমস্ত বিষয়গুলো দৈনিক পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়েছে। খবর নিয়ে দেখেছি, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই বন্দর থানার ওসিকে অনুরোধ জানাবো আপনি দ্রুৃত তাকে গ্রেফতারের ব্যবস্থা করুন। এ ধরণের সন্ত্রাসীদের ছোট ছোট কাজের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের বড় বড় সাফল্য আমরা স্নান হতে দিতে পারিনা। সন্ত্রাসী ও অপরাধীর বিরুদ্ধে আমরা দলমত নির্বিশেষে সবাই এক পরিবার হয়ে কাজ করবো।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা পরিষদের মেম্বার ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকম নুরুল আমিন, বন্দর উপজেলা কৃষি অফিসার ফারহানা সুলতানা, প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, স্বাস্থ কর্মকর্তা ডা: আব্দুল কাদের, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত