সন্তানদের যোগ্য গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে- পলাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার আলীগঞ্জ প্যান প্যসিফিক কিন্ডারগার্টেন এর ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ ই ফেব্রুয়ারী সকালে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক হাজ্বী মোঃ মনির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশ।

প্রধান অতিথি আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশ তার বক্তব্যে বলেন, বর্তমানে তরুন ও যুব সমাজ মাদকের কড়াল গ্রাসে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আর কিশোর যুব সমাজ মাদকের আগ্রাসনের দিকে অগ্রসর হওয়ার মূল কারন হচ্ছে পর্যাপ্ত পরিমান খেলারমাঠ না থাকায় খেলাধুলার মধ্যে নিজেদের নিয়োজিত রাখতে পারছে না। আর খেলাধুলাই পাড়ে তরুন যুবকদের মাদক থেকে দূরে রাখতে। এজন্য যুব সমাজকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রদি মনোজ্ঞ হতে হবে। এছাড়া কাউছার আহাম্মেদ পলাশ অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য শতকরা ৫০ ভাগ অভিভাবকদের সচেতনতার উপর নির্ভর করে। তাই সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সে সাথে সন্তানরা কখন কার সাথে চলাফেরা করছে, সময় মত পড়াশুনা করছে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন, আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মফিদুল ইসলাম, আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন জজ, বিশিষ্ট নাট্যকার মুক্তিযোদ্ধা বশিরুল ইসলাম, শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সরকার, শিক্ষানুরাগী আতিকুল্লাহ, মোঃআব্দুস সামাদ, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ইউপি সদস্য আরজুদা বেগম খুকী, আলীগঞ্জ ক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ সহ স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্যান প্যাসিফিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেজবাহ্ উদ্দীন আহমেদ্ বাবুল।

add-content

আরও খবর

পঠিত