সদর ও বন্দর নাসিম ওসমানের রক্তে মিশে ছিল : পারভিন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ বার নির্বাচিত প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান বলেছেন, সদর ও বন্দর নাসিম ওসমানের রক্তে মিশে ছিল। ওনি বন্দরের মানুষকে অনেক ভালবাসতেন। তাই তো আজ সোনাকান্দা কিল্লা মাঠে নাসিম ওসমান স্বরণে ফুটবল টূর্নামেন্ট খেলার আয়োজন হয়। এসবই বন্দরের মানুষ নাসিম ওসমানের প্রতি অগাধ ভালবাসার বর্হি:প্রকাশ। বন্দরের মানুষের এই  ভালবাসার ঋন আমি ও আমার পরিবার কোন দিন শোধ করতে পারব না। কিছু হই ইবা না হই কোন পদে থাকি বা না থাকি তারপরও বন্দর বাসীর জন্য আমি কিছু করে কবরে যেতে চাই। তাহলে হয়ত আমার স্বামী মরহুম নাসিম ওসমানের আত্না শান্তি পাবে।

৫ এপ্রিল শুক্রবার বিকালে সোনাকান্দা কিল্লার মাঠে মরহুম নাসিম ওসমান স্মৃতি ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে আমি বলতে চাই, সব সময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিয়ে সৎ ভাবে চলার চেষ্টা করবে। আর অসৎ পথকে তিরস্কার করবে। বড়দের সম্মান করবে। কখনো অহংকার করবে না। কেননা, অহংকার পতনের মূল। তবেই তোমরা হয়ত একদিন জাতীয় দলে খেলোয়ার হিসেবে গৌরব অর্জন করতে পারবে।

নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক ফয়সাল উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, সোনাকান্দা কিল্লা জামে মসজিদের সভাপতি এবাদুল্লাহ, জাপা নেত্রী শারমিন, সাহিদা ইয়াসমিন, আ.লীগ নেত্রী সালমা চৌধুরী, ২৫নং ওয়ার্ড জাপা নেতা শরিফ,  সমাজ সেবক সায়েম, মো. শহিদ, রবিউল আউয়াল, নয়ন সরদার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত