সদর উপজেলায় গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই মে শনিবার সকালে না.গঞ্জ সদর উপজেলা মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা শাখা এ আযোজন করে। এসময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের বিভিন্ন দাবি শীর্ষক আলোচনা হয়।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেণ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের উপদেষ্টা বাবু কেশব কুমার দাস ও বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের জেলা শাখার উপদেষ্টা সুলতান মিয়া, সভাপতি রোস্তম মিয়া, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক খোরশেদা বেগম ও থানা সভাপতি আলী আক্কাস প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত