সজীব গ্রুপের চেয়ারম্যান ও তার ছেলেসহ ৮ জন রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ গ্রেফতার ৮ জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১০ই জুলাই শনিবার বিকালে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার ৮ জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আট আসামির প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামিরা হলেন : সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শান আজাদ (৪৩), কর্মকর্তা মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিমউদ্দিন বাদী হয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় মামলা দায়ের করেন। (মামলা নং-১৯)। তিনি জানান, এ মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অজ্ঞাত আসামিও রয়েছে।

এর আগে গত ৮ই জুলাই সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৫২ জন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

add-content

আরও খবর

পঠিত