সংবাদচর্চার সাংবাদিক কে হলুদ সাংবাদিকতার আখ্যা দিলেন ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের একটি শীর্ষ স্থানীয় দৈনিক সংবাদচর্চা পত্রিকায় কর্মরত সাংবাদিক কে হলুদ সাংবাদিকতার আখ্যা দিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। এছাড়াও ভবিষ্যতের জন্য সাবধান করে দিয়ে তিনি কড়া হুশিয়ারী বার্তা দিয়েছেন।

বঙ্গবন্ধুর  স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার বক্তব্যে  নাম উল্লেখ না করে জনৈক গণমাধ্যমকর্মীকে নিয়ে সমালোচনা করে ভিপি বাদল বলেছেন, যারা আমাদের বক্তব্যকে বিকৃত করতে চান, সাবধান। এটা করবেন না। আমি বললাম। কথাগুলো এক্সপ্লেইন করতে চাই। আমি কলাগাছিয়া ৭ নাম্বার ওয়ার্ডে বক্তব্য রাখলাম, কোথাও আমি বলি নাই এই এলাকায় আওয়ামীলীগের ভালো লোক নাই। কিভাবে লিখলেন এই কথাটা। আমার তো বক্তব্য টেপ করার লোক আছে। কত টাকা পেয়েছে? বাচ্চা একটা মানুষ, যার দুনিয়া সম্পর্কে কোন আইডিয়া নাই। শুধু টাকার পিছনে ঘুরে। কেন ভিপি বাদলের বক্তব্যটা লেখার আগে কি বুক কাপে না?

১০ জানুয়ারি (শুক্রবার) সকালে শহরের ২নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। এরআগে কার্যালয়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

তিনি আরো বলেন. সাংবাদিক ভাইয়েরা,  আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাইকে বলিনি, যে লিখেছে তাকে বললাম, সাবধান। এগুলো লিখবেন না। কারণ পত্রিকাটি তো গাজী ভাইয়ের। সাংবাদিকতা তো আপনার নিজেরই থাকবে না। কারণ রেকর্ডটা তো আমার কাছেও আছে। যে বক্তব্য আছে সেই আলোকে লিখেন। আমার নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাটি। আর তুমি বললা  ৭ নং ওয়ার্ডে নাকি আওয়ামীলীগে ভালো লোক নাই।  এটা কোন কথা। দোষ ত্রুটি থাকতে পারে আমাদের, সংশোধন করতে চাই। আর সংবাদচর্চায় লিখেছে আমি নাকি বলেছি ৭ নাম্বার ওয়ার্ডে ভালো লোক নাই। আমার কথায় রাগ করলেন আপনারা? আমি সবাইকে বলি নাই। হলুদ সাংবাদিকদের বলেছি। সাংবাকিতা সস্তার ব্যাপার না, এতো সোজা না। ইরাকের যুদ্ধের প্রতিচ্ছবি দেখেছি। এক সাংবাদিক গুলির মাঝখানে ছবি তোলে মাটিতে শুয়ে পড়েছে। ঝুকি নিয়ে তারা কাজ করে। অনেক উপরে সাংবাদিকতা।

এসময় উপস্থিত একজন কর্মীকে তিনি প্রশ্ন করেন- অয় নুরুল; আমি এই কথা বলছি, যে ৭ নাম্বার ওয়ার্ডে ভালো মানুষ নাই? জবাবে তিনি বলেন, না, বলেননি। ভিপি বাদল বলেন, আর সংবাদদচর্চায় এই নিউজ লিখছে, ৭ নাম্বার ওয়ার্ডে ভালো মানুষ নাই। আমার কথায় কি রাগ করছেন আপনারা? আমি কিন্তু সব সাংবাদিকদের বলি নাই। যে লিখছে তাকে বলেছি। অনেক উপরে সাংবাদিকতা। এটা একটা শ্রদ্ধার জায়গা। আমরা টেলিভিশনের মাধ্যমে দেথেছি যুদ্ধের সময় কিভাবে ঝুকি নিয়ে সাংবাদিকরা কাজ করে।

add-content

আরও খবর

পঠিত