ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলা দায়ের : বাবুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গতকাল নারায়নগঞ্জের কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় ও অন লাইন পোর্টালে আমাকে জড়িয়ে   প্রকাশিত  সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। পাওনা টাকা চাওয়াতে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ী মহল আমার সুনাম  ও  সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে মানহানিকর সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানেিয়ছেন আবু জাফর বাবুল।

প্রকৃত ঘটনাটি ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, গত ১ বছরে প্রাইম জিন্স কালচার হতে মোশারফ ৩/৪ ধাপে ওয়েস্টেজ মালামাল ক্রয় করে। তার কাছে প্রায় ১৭ লক্ষ টাকা পাওনা হয় প্রাইম জিন্স কালচার। পাওনা টাকার জন্য তাগিদ দিলে মোশারফের স্ত্রী আমার স্ত্রীর নিকট এসে একাধিকবার সময় চায়। সময় দেওয়ার পরও পাওনা টাকা দিতে টালবাহানা শুরু করে মোশারফ। পাওনা টাকা না দেয়ার কৌশল হিসেবে আমার মেয়ে তূল্য তার নিজের স্ত্রীকে দিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর, বিভ্রান্তিকর অপপ্রচারের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার নামে মিথ্যা মামলা দায়ের করেছে।

মূলত: ব্যবসায়ীমহলে আমার ক্লীন ইমেজ ক্ষুন্ন করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্যে প্রনোদিতভাবে কল্পকাহিনী  সাজিয়ে আমার  নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।আমি এলাকার পঞ্চায়েতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে জড়িত। পাওনা টাকা না দেয়ার জন্য প্রতারণার ও নগ্নতার আশ্রয় নেয়া মোশারফ মামলায় যে সকল ঘটনা উল্লেখ্য করেছে তা কাল্পনিক, মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রীমহল আমাকে হেয় ও হয়রানি করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। প্রশাসন তদন্ত করলেই প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

add-content

আরও খবর

পঠিত