শ্রীশী রামসীতা বিগ্রহ মন্দিরের পুন:প্রতিষ্ঠা পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : শ্রীশী রামসীতা জিউর বিগ্রহ মন্দির কমিটির উদ্যোগে শ্রীশ্রী রামসীতা বিগ্রহ মন্দিরের ১২তম পুন:প্রতিষ্ঠা এবং বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে গিয়ে গঙ্গা আবাহন করে ১০৮টি কলশ জল দিয়ে রামসীতা লক্ষ্মনকে অভিষেক করানো হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার বিকালে মন্দির প্রতিষ্ঠাবার্ষিকীতে এ গঙ্গা আবাহন পালনে শ্যামল মহারাজ নেতৃত্ব দেন।

রামসীতা লক্ষ্মন এর প্রতিষ্ঠা পূজা ও সপ্তসতী চন্ডীযজ্ঞ জগন্নাথ বলরাম শুভদ্রার বিশেষ পূজা ১লা জুলাই শুক্রবার সকাল ১০ ঘটিকায়। নগরীর বিভিন্ন এলাকায় বিকালে রথযাত্রা প্রদক্ষিণ করবে। এসময় উপস্থিত ছিলেন সভাপতি লিটন সাহা, সাধারণ সম্পাদক কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা, কোষাধ্যক্ষ লিটন সাহা সহ সকল ভক্তবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত