শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলায় নিহত বেড়ে ৩৫৯

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ইস্টার সানডের প্রার্থনায় হামলায় নিহত বেড়ে ৩৬৯ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় পাঁচশ জন।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারার বরাত দিয়ে বুধবার সংবাদ সংস্থা রয়টার্স এ হালনাগাদ তথ্য জানিয়েছে। নতুন এই তথ্য জানালেও হামলা এবং হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পুলিশ মুখপাত্র।

খ্রিস্টানদের ইস্টার সানডে প্রার্থনার সময় রোববার তিনটি গির্জা এবং তিনটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলা হয়। পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া হামলার একাধিক চেষ্টা ব্যর্থ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ হামলার জন্য অখ্যাত দেশীয় জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করা হচ্ছে। তবে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস।

এদিকে হামলার বিষয়ে লঙ্কান গোয়েন্দাদের আগেই সতর্ক করা হয়েছিল- এমন তথ্য বেরিয়ে আসতে দেশটির সরকারের সমালোচনায় মুখর হচ্ছেন অনেকে।

এ ঘটনায় গোয়েন্দাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় সরকারের ভূমিকাও সমালোচনার মুখে পড়েছে।

হামলার দুই ঘণ্টা আগেও লঙ্কান কর্তৃপক্ষকে হামলার বিষয়ে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দারা। এছাড়া এর আগেও একাধিক দেশ সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল।

add-content

আরও খবর

পঠিত