শ্রমিক নেতা পলাশের রোগ মুক্তি কামনায় দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রখ্যাত শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশের করোনা থেকে রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৩৭) নেতৃবৃন্দ আলীগঞ্জে সংগঠনের অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার,শ্রমিক নেতা আব্দুল জব্বার,শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন,শ্রমিক নেতা আনোয়াররুল কবির,মতি,শাহ আলম উপস্থিত ছিলেন।

দোয়া পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন,নারায়ণগঞ্জ তথা ফতুল্লা শিল্পাঞ্চলে খেটে খাওয়া মানুষের ভরসার একমাত্র কেন্দ্র বিন্দু শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ। যেখানেই শ্রমিকদের উপর অন্যায়ের স্টিম রোলার চালানো হয় সেখানেই তিনি ছুটে গিয়েছেন। শ্রমিকদের অধিকার আদায়ে তিনি আপোষহীন একজন নেতা। আল্লাহ নারায়ণগঞ্জের সমস্ত শ্রমিকদের দোয়ায় যেনো তাঁকে দ্রুত সুস্থ করে দেন আজকের দিনে এটাই চাওয়া।

add-content

আরও খবর

পঠিত