শ্রমিকদের জন্য চাই নিরাপদ কর্মস্থল ও ন্যয্য অধিকারের বাস্তবায়ণ : গোলাম কাদির

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : জাতীয় গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশন এর সভাপতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭৪ সংগঠনের সমন্বয়ক কর্মসূচী নারায়ণগঞ্জ জেলা ও শ্রমিক দলের জেলা মহানগর এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: গোলাম কাদির বলেছেন, আর কত শ্রমিকদের জীবন দিতে হবে? আর কত শ্রমিককে অধিকার বঞ্চিত হতে হবে, চাই নিরাপদ কর্মস্থল, দিতে হবে শ্রমিক অধিকার, করতে হবে শ্রম আইন এর বাস্তবায়ন। তবে সেক্ষেত্রে সকল শ্রমিকদের ঐক্যের কোন বিকল্প নাই।

বৃহস্পতিবার ৭ জুলাই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন হোটেল সুরমা ভবনের দোতালাস্থ নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা ৭৪ সংগঠনের ২য় কার্যালয়ে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য জোট এবং নারায়ণগঞ্জ সম্মিলিত শ্রমিক ও হকার্স কল্যাণ পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত ঈদ পূণর্মিলনী ও মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সম্মিলিত শ্রমিক ও হকার্স কল্যাণ পরিষদের সভাপতি মো সবুর হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তরব্য তিনি বলেন, যে কোন মূল্যে মুনাফাখোর মালিক যারা, শ্রম আইন মানে না এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমের মর্যাদা প্রদান করেন না তাদের সকল অন্যায় এবং অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি বয়লার গঠিত কারখানাগুলি অবিলম্বে পরিদর্শন পূর্বক তালিকা তৈরি করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আবেদন জানান এবং গাজীপুরে সদ্য সংঘটিত অনাকাঙ্খিত দূর্ঘটনায় নিহত বয়লার শ্রমিকদের পরিবারকে শ্রমমন্ত্রী কর্তৃক তাৎক্ষনিক ৮ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষনা দেওয়ায় এবং আহত শ্রমিকদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যে সকলের মতামতের ভিত্তিতে শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা ৭৪ সংগঠনের প্রধান সমন্বয়ক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ সহ বরেণ্য নেতাদের সমন্বয়ে গঠিত ৭৪ সংগঠন এবং জাতীয় গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা দিবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উল্লেখিত ৭৪ সংগঠনের সমন্বয়ক কর্মসুচী ও জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি আবুল খায়ের ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু। নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি মো: আবুল বাশার, সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন দেলু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর যুগ্ম আহ্বায়ক মো: শরিফ হোসেন শাহ, জাতীয় গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ দোলোয়ার হোসেন দেলু। এছাড়া আরও বক্তব্য রাখেন দি নিউ লক্ষী নারায়ণ কটন মিলস ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর আহ্বায়ক মো: হোসেন, জাতীয় গার্মেনন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশন এর যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল, অন্যান্যদের মধ্যে ছিলেন শ্রমিক নেতা মো: নবী হোসেন, মো: চুন্নু, গোলাম হোসেন সোহেল, নারায়ণ চন্দ্র দাস, মতিন, শওকত, বাচ্চু, জাকির, আলী, সালাম, খন্দকার মাহবুব হোসেন, টিটু, জুলহাস, আলী-২, কৃষ্ণ বিকাশ, মো: আবুল বাশার, হিরন, শফিউল, নজরুল ইসলাম, ফুলচান, সুজি খান, জাহিদ, সেলিম, মো: হোসেন প্রমূখ।

শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার সভাপতি মো: সবুর হোসেন স্বপন প্রধান অতিথি ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্ত ঘোষনা করেন।

add-content

আরও খবর

পঠিত