নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন নারায়ণগঞ্জের আলোচিত শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ। বৃহস্পিতবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগতরাত সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের এম পি মিলনায়তনে পুনরায় ভোট গণনা শেষে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি।
এবারই প্রথম বারের মত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির পদে নির্বাচনে অংশ নিয়েই ভোটরদের কাছে যোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন পলাশ। এছাড়াও তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবেও। আর জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং বি ১৬৬৫ এর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ট্রাক প্রতিক নিয়ে ৮৪ ভোট বেশি পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৮৯৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম তাজু তালগাছ প্রতীক নিয়ে ৬৮১৫ ভোট পেয়েছেন। এরাআগে তিনি দেশের বেশীরভাগ ইউনিয়নের অফিস পরিদর্শন করে ভোট প্রার্থনা করেছেন। চষে বেড়িয়ে পেয়েছেন ভোটারদের সমর্থন।
এ বিষয়ে কথা হলে উন্নয়নের স্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত বরে কাউসার আহমেদ পলাশ বলেন, আমি আমার ভোটার ও সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। যাদের কারণে আমি আজকের এই শ্রমিক নেতা পলাশ। সারাজীবন সংগঠন ও শ্রমিকদের উন্নয়নে কি করা যায় সেগুলি নিয়েই ভাবছি। কারণ তাদের আন্তরিক ভালোবাসার কাছে আমি ঋণি।
অনুভূতি প্রকাশের পর বেশ কিছু প্রতিশ্রুতি নিয়ে তিনি জানান, আমি চেষ্টা করবো সকলকে সড়কে সিগন্যাল ও সময়ের ব্যপারে সচেতন করার জন্য কি করা যায়, সে ধরণের পদক্ষেপ নিতে। রাস্তা-ঘাটে শ্রমিকদের নিরাপত্তা ও সহজ পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাওয়া যায়। শ্রমিকদের হয়রানী থেকে কিভাবে মুক্তি দেয়া যায়। এছাড়াও জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার। তা বাস্তবায়ন করার জন্য প্রতিটি শ্রমিক ও ট্রাক চালকদের আধুনিকায়ন করার ব্যবস্থা করবো। আর যেকোন শ্রমিক আহত অথবা নিহত হলে যে সরকারী সহযোগীতা পায় তা বৃদ্ধি করার চেষ্টা করবো।