নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বর্গীয় রণবীর রায় চৌধুরীর সন্তানদের উদ্যোগে গড়ে তোলা রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ এবারও শ্যামা পূজা উপলক্ষে দেবীর প্রতি অর্ঘ্য নিবেদনে অনুরক্তি পর্ব-৩ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে।
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় রণবন নামে ছাদবাগানে ৩ দিনব্যাপি প্রদর্শনী চলবে। ১ নভেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হয়ে চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। ‘রণবন আর্ট স্পেস’ এর আহ্বানে ৮ জন শিল্পীর শিল্পকর্ম থাকছে এ প্রদর্শনীতে। বিকাল ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহমান বাংলার শক্তিপ্রবাহের প্রতীক মা শ্যামা- যিনি কালকে স্বরূপে ধারণ করে, অশুভকে দমন করে, অজেয়কে জয় করে হয়ে উঠেছেন ‘মা কালী’। শ্যামা মা অনুপ্রেরণা জুগিয়েছেন স্বর্গীয় রণবীর রায় চৌধুরীর জীবনেও। ৫১ বছর আগে পারিবারিকভাবে শ্যামা মায়ের পূজা শুরু করেছিলেন তিনি। অত্যন্ত নিষ্ঠার সাথে, পরম মমতায়, ভক্তি ভরে আমৃত্যু তিনি মায়ের পূজা করে গেছেন। ২০০৫ সালে রণবীর রায় চৌধুরীর দেহান্তরের পর তাঁর উত্তরাধিকারেরা বাবার আকাঙ্ক্ষাকে বয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর সন্তানেরা গড়ে তুলেছেন রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ; গড়ে তুলেছেন ‘রণবন’ নামের এক ছাদবাগান ও সৃজনশীল আড্ডার কেন্দ্র। এই রণবনকে কেন্দ্র করেই ২০০৫ সাল থেকে নতুন পরিসরে বাৎসরিক এ আয়োজনটি সম্পন্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারিবারিকভাবে এ পূজানুষ্ঠানটি আয়োজিত হলেও এটি নারায়ণগঞ্জসহ সারাদেশের অসংখ্য দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। শুরুতে এ পূজার সজ্জায় শ্যামা মায়ের প্রতিমা ঘিরে থাকতো কাহিনী নির্ভর ছোট ছোট বিভিন্ন দৃশ্য-প্রতিমা। ২০২২ সালে ৪৯তম আয়োজনে এ আয়োজনে এসেছে নতুন মাত্রা। সেইবার পূজার উৎসবকে ঘিরে ছিল নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের সদস্যদের দেশ-বিদেশের বিভিন্ন স্থানের ধর্মীয় সংস্কৃতি, আচার, ভক্তি এবং বিভিন্ন পূজা-পার্বণের আলোকচিত্র নিয়ে অনুরক্তি শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী।
শ্যামা মায়ের প্রতি অর্ঘ্য নিবেদনে ‘অনুরক্তি পর্ব-৩’ শিরোনামে এবারের আয়োজনে থাকছে শিল্পকর্ম প্রদর্শনী। রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত রণবন আর্ট স্পেসের শিল্পকর্ম প্রদর্শনীতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।