নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ পৌর সভার নির্বচনের শেষ দিন মেয়র প্রাথী সাদেকুর রহমানের পক্ষে পথ সভা ও গন সংযোগকালে মহিলা সংস্থা সোনারগাঁ কমিটির চেয়ারম্যান ডালিয়া লিয়াকত বলেছেন, শোষকরা কোনদিন সেবক হতে পারেনি তারা সব সময় শাষক হয়েছে । ইতিহাস কথা বলে যারা শোষক ছিলেন, তাঁরা জনতার মেন্ডেট নেওয়ার জন্য গলভারা বুলি ও প্রতিশ্রুতি দিয়ে যখনই তাঁরা ক্ষমতার মসনদে বসেছেন, তখনই আভির্ভূত হয়েছেন সেই পুরাতন শোষকের রূপে। সোনারগাঁয়ে আজ যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে মাঠে নেমেছেন, তাঁরা কে বা কারা আপনারা ভালো ভাবেই জানেন। মেয়র প্রার্থী আলহাজ্ব সাদেকুর রহমানের পক্ষে বক্তব্য রাখেন সাবেক এমপি আ.ফ.ম.বাহাউল হক, মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, জেলা জাপার যুগ্ম সম্পাদক আলী হোসেন, সোনারগাঁ উপজেলার সাবেক ভাইস চেয়ার ম্যান কহিনূর ইসলাম রুমা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, অধ্যক্ষ মাহমুদা ইসলাম ফেন্সি, বৈদ্যের বাজার ইউপি সদস্য সুরাইয়া আক্তার ১নং ওয়ার্ডের কমিশনার জসীম উদ্দিন, জাতীয় যুব সংহতির নেতা বুলবুল আহাম্মেদ, যুবলীগ নেতা বদিউজ্জামান বদু, ছাত্র সমাজ নেতা ফজলুল হক মাষ্টার, সহিদ মেম্বার, জাপা নেতা কিশোর কুমার, আলহাজ্ব জাবেদ প্রধান, মামুন মিয়া, জাহিদুল ইসলাম, হাজী জাবেদ, জাহাঙ্গীর আলম প্রমূখ।
তিনি আরো বলেন, এই প্রার্থীর ছোট ভাই নদী খেকো। সোনারগাঁয়ের নদী আঞ্চলের মুকুটহীন সম্রাট। দীর্ঘ কয়েক বছর যাবত এই চক্রটি সোনারগাঁয়ের বিভিন্ন চর অঞ্চল কেটে গরীব দিনমুজুরদের রক্ত চুষে খাচ্ছে, কেড়ে নিচ্ছে ফসলী জমিটুকু ও বসত ভিটা। এই শক্তিশালী চক্রটি নিজেদের রাম-রাজত্বের পরিধি আরো বিস্তৃতি করার জন্য এবং আরো ক্ষমতাসীন হওয়ার জন্য আজ ভোল পাল্টিয়ে নির্বাচনে দাঁড়িয়েছে। তাঁদের মূখে শোনা যাচ্ছে এখন জনসেবার কথা। প্রবাদে আছে, দুষ্টু লোকের মিষ্ট কথা, এই প্রবাদ বাক্যে প্রভাভিত হয়ে আপনারা শোষকদের শাষক রূপে পরিণত করবেন না। এই নির্বাচনে আপনাদের প্রয়োজন একজন সেবকের, মেয়র সাদেকুর রহমান সেবক হিসেবে সুযোগ্য এবং পরীক্ষিত ব্যক্তি। আমাদের অনুরোধ থাকবে সুযোগ্য হিসেবে আপনারা আপনাদের ম্যান্ডেটটি সাদেকুর রহমানের পক্ষে দিবেন।