নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ১৫ই আগস্ট রবিবার সকালে শহরের চাষাড়া বিজয়স্তম্ভে মো.মোস্তাইন বিল্লাহ জেলা প্রশাসন এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাছাড়া ওইদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তোফাজ্জল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে অনলাইন প্লাটফর্মে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ে আলোচনা সভা করা হয়। ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সরকারি-বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা পাঠ, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ এবং অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও জেলখানা, হাসপাতাল, ভবঘুরে কেন্দ্র, এতিমখানা, সরকারি শিশু সদন ও গরীবদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের এই শোক হয়ে উঠুক শক্তি। আর এই শক্তিতে বলীয়ান হয়েই নতুন প্রজন্ম গড়ে তুলবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।