নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডে জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ড বিতরণ শেষ হয়েছে। ১৩ এপ্রিল শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার ২২ এপ্রিল এই বিতরণ কার্যক্রম শেষ হয়।
কাউন্সিলর নাজমুল আলম সজলের তদারকিতে ২২ ও ২৩ নং দেওভোগ আদর্শ বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে কাউন্সিলর নাজমুল আলম সজল জানান, স্কুলের ম্যানেজিং কমিটি ও ওয়ার্ডবাসীর সহযোগীতায় সুশৃঙ্খলভাবে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমি ওয়ার্ডবাসী, স্কুলের ম্যানেজিং কমিটি ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই মানুষের জন্য আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিটি সদস্যদের। তারা স্বেচ্ছায় ওয়ার্ডবাসীর সেবা করতে যেভাবে নিজেদের মেলে ধরেছে তা সত্যিই প্রশংসনীয়।