নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর সংবাদদাতা ) : শেরপুর পৌরসভার কাউন্সিলর ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: হাবিবুর রহমান নিজ অর্থায়নে পৌরসভার ২নং ওয়ার্ড নির্বাচনী এলাকায় প্রত্যেক বাড়ীর আশপাশের জায়গাগুলোতে দিনব্যাপী মশা নিধন স্প্রে করেছেন। ৩১ মার্চ মঙ্গলবার সকালে নাগপাড়া মোড়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুর রহমান।
এ বিষয়ে কাউন্সিলর হাবিব বলেন, সামনে বর্ষাকাল আসছে। তখন ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই আগে থেকেই এডিস মশা যেন বংশ বিস্তার না করতে পারে সে বিষয়টি মাথায় রেখে এবং ডেঙ্গুর প্রাদূর্ভাব রূখতে আমাদের এই আয়োজন। এছাড়াও পৌরসভার এই ওয়ার্ডে মশা নিধনে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে । মশা নিধনের পাশাপাশি হাবিব আরও বলেন, শুধু এডিস মশা নিয়ে ভাবলে হবে না বর্তমানে আরও ভয়াবহ বিষয় হচ্ছে করোনা ভাইরাস। তাই অত্র এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এই লকডাউনের সময়ে যে সব শ্রমজীবি কর্মজীবী মানুষজন অভাবে থাকবে আমি ব্যাক্তিগত ভাবে তাদের পাশেও দাঁড়াবো।