নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর থেকে শেখ ফয়জুর রহমান ) : শেরপুরের নালিতাবাড়ীর যোগানিয়ায় নিজ গৃহপরিচারিকা টুনির বাড়িতে ঘুরে গেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
২৩ আগস্ট শুক্রবার তিনি নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের যোগানিয়া কাচারি মসজিদ সংলগ্ন টুনির বাড়িতে বেড়াতে আসেন। এবারের ঈদ-উল আযহা মাশরাফির বাড়িতে কাটানোর কারণে টুনির ইচ্ছে হয় নিজ গ্রামে বেড়াতে আসার। তাই তিনি তার পরিবারকে নিয়ে চলে আসেন টুনির বাড়িতে।
মাশরাফিকে এক নজর দেখার ও তার সাথে সেলফি তোলার জন্য বাড়ে লোকদের ভীড়। অতিরিক্ত ভীড় ও গরমের কারণে আড়াই ঘণ্টা অবস্থান করার পর মাশরাফি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন।
জানা যায়, টুনির বাবা অসুস্থ থাকায় তার চিকিৎসার খরচ ও তাদের থাকার জন্য ঘর নির্মাণ করে দেন এবং টুনির ভবিষ্যতের সমস্ত দেখাশোনার দায়িত্ব নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।