নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর থেকে শেখ ফয়জুর রহমান ) : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়া পাড়া গ্রামে বাবার হাতে মো. শফিকুল ইসলাম (২৫) নামে ছেলে খুন । ২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মুসলিম উদ্দিনসহ তিন জনকে আটক করা হয়েছে।
জানা যায়, সদর উজেলার ধাতিয়া পাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে সাবেক কারারক্ষী মুসলিম উদ্দিনের সাথে আবাদী জমি ও পেনশনের টাকা ভাগাভাগি নিয়ে বড় ছেলে নিহত শফিকুল ইসলামের (৩৫) বিবাদ চলছিল। কলহের জের ধরে ২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাবা মুসলিম উদ্দিন উত্তেজিত হয়ে হাতে থাকা পাট কাটার বাকি দা দিয়ে ছেলে শফিকুলের ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় এলাকাবাসী শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে তার অবস্থা রিপোর্ট তৈরি শেষ করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবা মুসলিম উদ্দিন, সৎ মা মলেদা বেগম ও সৎ বোন মেরি আক্তারকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।