শেখ হাসিনার একটাই চাওয়া তা হচ্ছে উন্নয়ন : এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমান বলেছেন,জননেত্রী শেখ হাসিনার একটাই চাওয়া তা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া বঙ্গবন্ধু কণ্যা কিছুই বুঝেন না। তার কাছে ক্ষমতা নয় জনগণই বড়। কাজেই জনগণের স্বার্থ সংরক্ষনকেই তিনি প্রকৃত দায়িত্ব মনে করেন। ২রা জুলাই সোমবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ডে উন্নয়ন কাজের উদ্বোধণ ও পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন  বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী,বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল,ওসি(তদন্ত) ইন্সপেক্টর হারুন অর রশীদ,বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মো. আবুল জাহের,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

সেলিম ওসমান আরো বলেন, মানুষের কল্যাণে কাজ না করতে পারলে জনপ্রতিনিধিত্বে কোন মূল্য নেই। বন্দরের জনগণ দীর্ঘ দিন ধরে পানি সমস্যায় ভুগছে অথচ কেউ কোন খোঁজ রাখেনা। লক্ষণখোলা-চৌরাপাড়া সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে ঠিকই কিন্তু ইউনিয়নবাসীর চেয়েও খারাপ অবস্থায় রয়েছে তারা। এটা খুবই বেমানান। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দাড়াতে চাই। সাসংদ প্রথমে ২৫নং ওয়ার্ডে লক্ষণখোলাস্থ জামে মসজিদ এলাকায় একটি  ডিপটিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধণ করেন। পরে তিনি ২২নং ওয়ার্ডের রাজবাড়ী এলাকায় শ্রম কল্যাণ কেন্দ্রের বহুতল ভবণ নির্মাণ কাজ পরিদর্শণ করেন পরিশেষে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট-টু বন্দর ময়মনসিংহপট্রিতে ফেরি সার্ভিসের রাস্তা পরিদর্শণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তথা নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না,বন্দর থানার সাব-ইন্সপেক্টর হানিফ মাহমুদ,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক কৃষি  বিষয়ক সম্পাদক  মোঃ  শাহজাহান মোল্লা,২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি  রাজু আহম্মেদ সুজন,আনোয়ার হোসেন,পনির ভূইয়া,মাহাবুব হোসেন,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত