শেখ হাসিনার আমলেই সোনারগাঁয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা দূর করবো: এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি) :  নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন,সব কিছুর মালিক মহান রাব্বুল আল আমিন।তার ইচ্ছেতেই সব হয় ।তিনি আমাকে বাঁচিয়ে রাখলে সোনারগাঁয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ণের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরাদের কাছে আমার দাবী হলো তোমরা বাবা মায়ের বাধ্য হয়ে চলবে এবং খুব ভালো করে পড়াশুনা করবে।তোমরাদের শুধু শিক্ষিত হলে চলবে না তেমাদের সু শিক্ষায় শিক্ষিত হতে হবে।তা না হলে জীবনের কোন ইচ্ছেই তোমাদের পূরণ হবেনা।তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবে। দতামাদের মধ্যে থেকে কেউ প্রধান মন্ত্রী ,মন্ত্রী আর্মি অফিসার ,পুলিশ কর্মকর্তা সহ বড়বড় পদে চাকরী করতে পারবে।সে সময় দেখবে সুখ নামের সোনার হরিণ তোমাদের পায়ের নীচে এসে হুমড়ী খেয়ে পড়বে। তোমাদের ভালো রেজাল্টের জন্য সমগ্র সোনারগাঁওবাসীর মূখ উজ্জল হবে এটাই আমার প্রত্যাশা।

৪ সেপ্টেম্বর  রোববার বিকালে তিনি উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে মনাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যকালে উল্লেখিত কথা গুলো বলেনছেন ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আমার সংসদ সদস্য থাকা আমলে সোনারগাঁয়ের যতোগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোর সমস্যা সমাধান করে দিতে আপ্রাণ চেষ্ঠা করব । আমার বিশ্বাস আমি তার বাস্তবায়ন করতে পারব কারণ বর্তমানে দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগের সরকার। আর এই সরকারের প্রধানমন্ত্রী চায় বাংলাদেশের সর্বাত্বক উন্নয়ণ হউক। আমাদের প্রধানমন্ত্রী চায় এদেশের শিক্ষার্থীরা পড়াশুনা করে বিশ্ব জয় করুক আর যার জন্য তিনি শিক্ষাখাতে সবচেয়ে বেশী অনুদান দিয়েছেন।এসরকারের প্রধান মন্ত্রী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে যে করাদ্ধ দিয়েছেন তা এদেশে অতীতের কোন সরকারই করতে পারেনি।

আলোচনা সভার শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায়ধীন স্কুল ভবন সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, শম্ভুপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শাহরিন বেগম, ইকবাল হোসেন মেম্বার, তোফাজ্জল হোসেন মেম্বার, মহিলা মেম্বার নুরতাজ বেগম, উপজেলা জাতীয় পার্টির নেতা মনির হোসেন তোতা, অখিল উদ্দিন মেম্বার, লুৎফর রহমান তোতা, উপজেলা যুব সংহতি নেতা কাজী লিটু, মাইনুল ইসলাম মামুন, বুলবুল আহমেদ, কামাল হোসেন বাদল, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সিকান্দার আলী প্রমুখ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত