নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা র্মাকায় ভোট চাইলেন রূপগঞ্জের জনসভায়। ৪০ বছরে রূপগঞ্জের যে উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশী উন্নয়ন হয়েছে গত ১০ বছরে। তাই রূপগঞ্জবাসী আহবান জানান শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে। শত বাধা বিপত্তি থাকার পরও জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাতা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বলেন, স্বাধীনতা বিরোধী চক্র জানে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হত না। তাই তারা শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। ২১শে আগষ্ট আওয়ামীলীগের রাজনীতি চিরতরে শেষ করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে ২৩জন নেতাকে হত্যা করেছে। আল্লাহ অশেষ রহমতে নেত্রী বেঁচে যায়। তাই আমরা সেই নেত্রীর নেতৃত্বে আজ ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছি। ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তাদের সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। স্বাধীনতা পরবর্তী ৭৫-এ রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত করা হয়। সামরিক শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে যাত্রা শুরু হয়। ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র ভুলন্ঠিত হয়। প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ও জঙ্গিবাদি শক্তিকে উৎখাত করতে হবে। যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, যুগ্ন সম্পাদক ডাঃ কৃষ্ণ দয়াল দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এমায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, আজমত আলী, রেজাউল করিম মাঞ্জুর, হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন ভুঁইয়া ও আব্দুল মান্নান মুন্সি, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোশারফ হোসেন ভুইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান সবুজ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক আবু জাবের বাবুল, উপজেলা মহিলালীগের যুগ্নসম্পাদক মিনারা বেগম, কাঞ্চন পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু, সাধারন সম্পাদক আব্দুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহেদ আলী, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক বাবুল ভুঁইয়া, ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারন সম্পাদক হাসান আশকারী ও প্রমুখ।