নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শেখ রাসেল শিশু সংসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানবতার মাতা দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করনে এড. মো মনিরুজ্জামান কাজল , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পিপি এড. এস এম ওয়াজেদ আলী খোকন বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আইন সম্পাদক ও সহকারী পিপি এড. মোহাম্মদ শরীফ হোসেন ।
অনুষ্ঠানে শেখ রাসেল শিশু সংসদের সভাপতি ডেপুটি কমান্ডার এড. মো নুরুল হুদা, সাধারণ সম্পাদক দপ্তর ও প্রচার সম্পাদক এড. জরন্তি সুমার ঘোষ,মো বাচ্চু শেখ, এড নারায়ন সাহা , এড দিলীপ বিশ্বাস, এড সাইদুল ইসলাম কোট ইনচার্জ হাবিুবর রহমান হাবিব, তাউজুল ইসলাম জুয়েল ও প্রমুখ ।