শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৩নং ওর্য়াড আওয়ামী লীগের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন উপলক্ষে ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব নগরীর গলাচিপা রুপার বাড়ি এলাকায় এ আয়োজন করা হয়। এসময় শেখ রাসেলসহ তাঁর পরিবারের নিহত হওয়া সকল সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সহ নারায়ণগঞ্জ ওসমান পরিবারের সকলের  সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়েছে। মাহফিলে দোয়া পারচালনা করেন মো. শফি উদ্দিন শফি।

এ সময় উপস্থিত ছিলেন, ১৩ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রবিউল হোসেন,  ওর্য়াড যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আব্দুর রশিদ, হুমায়ূন, কালু, আলাল, মাহাবুব, মো. রাকিব হাসান, শহীদ, সুলতান, মনির, শফি, বিশু, বাবু, বাপ্পি, রবিন ও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে জন্ম গ্রহন করেন। কিন্তু ১৯৭৫ এ ১৫ আগষ্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি নিষ্পাপ শিশু শেখ রাসেল।

add-content

আরও খবর

পঠিত