শেখ ফয়জুর রহমানের একগুচ্ছ কবিতা

প্রেমের ফুল

শেখ ফয়জুর রহমান

নারায়ণগঞ্জ বার্তা   : প্রেমের ফুলে ভরে গেছে মনের গুলিস্তাঁ ,

রেশম কোমল রক্ত রাঙা সারাটা রাস্তা ।

আবেদ মালী বসে বসে গাঁথে ফুলের মালা ,

তাঁর গলেতে পরিয়ে মনের মিটবে ভীষম জ্বালা ।

সুরমা চোখে খুশবু গায়ে মুখে প্রেমের গান ,

হয় যদি তাঁর সাথে দেখা , আসবে সুখের বান ।

মারো ! মারো ! মরনে সুখ , কয় যে পাগল ফয়জুরে ।

মর্ত্য ছেড়ে পরে গেলেই দেখব আমার বন্ধুরে !

========================================

শুধু তোমার জন্য

শেখ ফয়জুর রহমান

আমার মনেও বসন্তের ফুল ফুটেছে ,

পথের দুই পাশে ফুটে আছে শাল্মল , কৃষ্ণচূড়া আর

বাহারী রঙের ফুল ।

মনের গলিঘুঁজি ফুলের সুবাসে ভরপুর ,

মাছিরা বিভোর নেশায় ।

আমিও যে পুষ্পমালা গেঁথে গেঁথে

গুনছি ইনতিজারের প্রহর ,

কবে আসবে প্রতীক্ষিত মিলনের সময় !

হে প্রিয় ! কবে নিবে আমার পুষ্পমালা ?

আমার মনের সিন্দুকে দেদার শুশ্রূষায়

রেখেছি এ মালা ,

শুধু তোমার জন্য ।

========================================

প্রেম সাগর

শেখ ফয়জুর রহমান

রুমী বেছে নিয়েছিল প্রেমকে ,

আমিও নিলাম ।

অর্থ বা রবের করো দোষ-মার্জনা ,

হে প্রেমের অধীশ্বর !

অন্তঃকরণে ঢেলে দাও প্রেম ,

প্রেম সাগরে বিভোর হয়ে প্রেমকে করি পান ।

শুষ্ক দেশের ন্যায় হয়েছে শুষ্ক হৃদয় ,

এ দফা প্রেমের বর্ষণে ভিজে হবে প্রাণপূর্ণ

জীবন্ত গোলাপের মতো ।

========================================

দিওয়ান-ই-ফয়জুর রহমান-১

ফয়জুর খোদা প্রেমে হয়েছে দিওয়ান ,

প্রেম ফুলে ভরে গেছে তার মন বাগান ।

কোন বনে ফুল ঝরে তার মনে ব্যথা ,

মনে পড়ে বার বার মালিকের কথা ।

দেখা হলে কী দিবে মালিকের হাতে ?

আসমানে কী নিয়ে যাবে তার সাথে ?

বসে বসে তাই সদা মালা গাঁথে মনে ,

দেখা হলে দিবে মালা মালিকের সনে ।

আতর , গোলাপ জল মেখে সারা গায় ;

খুশিতে আত্মহারা ! যাবে খালি পায় ।

প্রতীক্ষা কতো আর ! আর কতো দেরী !

মালিকের কাছে কবে যাবে ফিরে তরী ?

========================================

দিওয়ান-ই-ফয়জুর রহমান-২

আল্লাহ আল্লাহ জপছে বসে দিওয়ান এ ফয়জুর ,

আর কতো দূর আর কতো দূর তব প্রেমের নূর !

মাশুক তুমি ইলাহ তুমি তোমার কদম চুমি ,

প্রেমের বানে সতেজ করো আমার শুষ্ক ভূমি ।

দাও ভরিয়ে ফুলে ফুলে মনের বাতেন বন ,

দাওনা দেখা করম করে মোরে অনুক্ষণ ,

চাইনা জীবন সুখের ভূবন , চাই যে তোমার দেখা ;

দেখা পেলেই মোর গগনে উঠবে রঙের রেখা ।

========================================

মালিকের ডাকে

শেখ ফয়জুর রহমান

তুমি বড়োই গাফেল !

তোমার কাঁধে বসা মৃত্যু !

তুমি কি তবুও দাঁত বের করে হাসো !

তোমারও মৃত্যু ফরমান জারি হবে ।

প্রিয় মুসলিম সাব সাড়া দিয়েছেন মালিকের ডাকে ।

তুমি দুনিয়ার মোহে ঢুকে গেছো ফয়জুর !

ঐ কঙ্কাল দেখো ,

আর শিক্ষা নাও ।

তোমার যত্ন করা দেহের মাংস

গলে-পচে যাওয়ার পূর্বেই হও সোনা

রবের প্রেমে জ্বলে ।

========================================

রবের আহ্বান

শেখ ফয়জুর রহমান

হায় ফয়জুর ! তোমার বড়োই বদ নসিব !

যখন পাখিরা জাগে ,

তখনো তুমি নিদ্রায় মশগুল ।

তারা আল্লাহ আল্লাহ তসবিহ জপে ,

আর তুমি জড়ের মত পড়ে ।

তুমি কি পাখিদের হতেও কমজোর ?!

ফুলেরা পাপড়ি মেলে বিলিয়ে দেয় সুঘ্রাণ ,

তাই দেখে মাছিদের জমায়েত ।

তোমার কোন উপলব্ধি নেই , ও আজানের সুরে ।

ও আজান যে তোমার রবেরই আহ্বান !

========================================

আমি তোমার পাগল

শেখ ফয়জুর রহমান

আমি রুমিও নয় , হাফিজও নয়

প্রেমের ছন্দ আমার মস্তিষ্কে নেই  ,

পবিত্র আত্মাও নেই ,

আমি তোমার পাগল , শুধু পাগলামি আছে ।

জানি তুমি সবি জানো

যখন ভুল করি তবুও তোমার ভয় থাকে

আবার দয়ার আশাই বেশি ।

ইউনুসের মতো আমাকেও রক্ষা করো ,

শিখাও কোন প্রেমের ছন্দ ;

পড়তে পড়তে পাই তোমার নৈকট্য ।

========================================

প্রেমের তালিব

শেখ ফয়জুর রহমান

প্রেমের তালিব প্রেম খুঁজে যাই অহর্নিশি

হব বলে ‘আনাল হকের’ চরণদাসী ।

তোফা ! তোফা ! মৃত্যু আমার প্রিয় ,

ভর পেয়ালার শরাব যেমন পিয়ো ।

এসো এসো লয়ে সাথে উল্লাসী পয়গাম !

গাইব বসে গুলবাগিচায় খুশির সারেগাম ।

ক্লান্ত রাহি আকুল হয়ে চাতক পাখি চাই ,

রহম ঝরাও করম করো রহিম করিম সাঁই !

========================================

জপবো মুখে আহাদ

শেখ ফয়জুর রহমান

মদ ভরে দাও প্রেম পেয়ালায় সামনে আনো বাতি ,

প্রেমের ঘোরে মক্ত আশেক নাচবো সারা রাতি ।

জপবো মুখে আহাদ ! আহাদ ! মিষ্টি মধুর সুরে ,

দাসের ললাট ঠুকে ঠুকে কাঁদব যে অঝোরে ।

নিঁদ নাহি মোর আসিসরে তুই ! থাকিস দূরে দূরে ,

খোদার দয়ার খুললেরে দ্বার আসিস সুখে ভোরে ।

ফুটিস হেসে হাসনাহেনা বিলিয়ে ভেস্তি ঘ্রাণ ,

তোর সুবাসে পূত হবে মোর মরচে ধরা প্রাণ ।

স্বর্ণ খেয়ার মালিক তোমায় করি গো হাতজোড় ,

নাওগো দয়ায় তোমার খেয়ায় ! ধন্য হবে ফয়জুর ।

add-content

আরও খবর

পঠিত