নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০শে অক্টোবর রবিবার সকালে নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনুর্ধ-১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর নারায়ণগঞ্জ অঞ্চলের খেলা শুরু হয়েছে। ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির আহŸায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ¦ খবির আহমেদ, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য জাকির হোসেন শাহিন, মো. আসলাম, ফিরোজ মাহমুদ সামা, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা সহ প্রমুখ। এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফরিদপুর, শরীয়তপুর, নরসিংদী ও গাজীপুর জেলা অনুর্ধ-১৮ দল।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলা উইকেটে শরীয়তপুর জেলা কে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে শরীয়তপুর জেলা ৮০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ফরিদপুর জেলা ৪ উইকেটে ৮১ রান করে জয়ের আনন্দে মাঠ ছাড়ে।
আজ ৩১শে অক্টোবর সোমবার সকাল ৯টার দিকে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে গাজীপুর জেলা ও নরসিংদী জেলার খেলা অনুষ্ঠিত হবে।