শুভ্র হত্যাকান্ডে গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : সংবাদকর্মী ও তোলারাম কলেজের অনার্স ৩য় বর্ষের মেধাবী ছাত্র শাহরিয়াজ শুভ্র হত্যাকান্ডের ঘটনায় ৪ ছিনতাইকারীচক্রের সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি (ঢাকা মেট্রো-থ-১১-৩০২৪), ২ টি চাকু, এবং ৪ টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ১২ই সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় জেলা গোয়েন্দা শাখার আইটি বিভাগের এসআই মফিজুল ইসলাম নিহত শুভ্র এর মোবাইল সূত্র ধরে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতাররকৃতরা হলো, সিএনজি চালক কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি এলাকার বেলায়েত হোসেনের ছেলে মোঃ ইয়ামিন ওরফে আল-আমিন (২৩), দেবীদ্বার উপজেলার উজালীকান্দি এলাকার কেসমত আলীর ছেলে মোঃ জালাল (৩০), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকার আলম মিয়ার ছেলে জুয়েল (২২), এবং দক্ষিন নিমাইকাশারী এলাকার বাবুল মিয়ার ছেলে রবিন ওরফে রিক্সা রবিন। বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আসামীদের পৃথক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটানার দিন শাহরিয়াজ শুভ্র ৮ সেপ্টেম্বর আনুমানিক ৪টা/ সাড়ে ৪ টায় শিবু মার্কেট এলাকায় গ্রেপ্তারকৃত ছিনতাইকারী চক্রের সিএনজিতে সাইনবোর্ড যাওয়ার উদ্দেশ্যে উঠে। সিএনজিতে যাত্রী ছদ্মবেশে থাকা তিনজন তাকে  চাকু-ছুড়ির ভয়ভীতি দেখিয়ে হাত ও চোখ বেধেঁ ফেলে। তারপর ছিনতাইকারীরা শুভ্রর মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা ছিনতাই করে ভূঁইগড় কড়ইতলা এলাকায় লিংক রোডের (ঢাকা-নারায়ণগঞ্জ) পাশে গোবরের স্তুপে ধাক্কা দিয়ে ফেলে দেয় । পরে সে রাস্তার নিচে পানিতে পরে যায়।  শুভ্র সাতাঁর না জানায় এবং হাত বাধাঁ থাকায় পানি থেকে উপরে উঠতে পারে নাই। পরে সে পানিতে ডুবে মারা যায়।

ডিবি আরও জানায়, আইটি বিভাগের এসআই মফিজুল ইসলাম নিহত শুভ্র এর মোবাইল সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোহাম্মদ হাসান, এসআই মনিরুজ্জামান, এসআই আরিফ, এসআই শামীম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যাত্রবাড়ি থানার শনিআখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা প্রতি রাতেই সিএনজিযোগে যাত্রী উঠিয়ে ছিনতাই করে।ঘটনার দিন ছিনতাই করার জন্য ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় রাত ৪ টা পর্যন্ত আরোহী খুজঁতে থাকে। কিন্তু শিবু মার্কেট এলাকায় তারা সংবাদকর্মী শুভ্রকে ১০ টাকা ভাড়ায় সাইনবোর্ড পৌঁছে দেয়ার কথা বলে তারা সিএনজিতে উঠায়।

এসময় সে চিৎকার করলে তার হাত-চোখ বেঁধে তার কাছে থাকা টাকা ও মোবাইল রেখে ভূঁইগড় কড়ইতলা এলাকায় রাস্তার পাশে সিএনজি থামিয়ে পানিতে ফেলে দেয়। দিনের বেলায়  সিএনজি টি যাত্রী পরিবহনে ব্যবহৃত হলেও রাতে এটা ছিনতাই এর কাজে ব্যবহৃত হয়। শুভ্র এর মোবাইল ফোনের ভিত্তিতেই আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় ফতুল্লার ভূঁইগড় কড়ইতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে একটি ডোবায় এলাকাবাসী একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে। পরে ফতুল্লা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।

লাশ উদ্ধারের একদিন পর ১০ সেপেটম্বর রবিবার ফতুল্লার লালপুর মাদ্রাসার শিক্ষক কামাল হোসেন লাশটি তার ছেলে শাহরিয়াজ মাহমুদ শুভ্র এর বলে সনাক্ত করেন। পরে ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২২(৯)১৭।

add-content

আরও খবর

পঠিত