নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় সমাজতান্ত্রিক -জাসদের ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ৪৬ বছর পূর্ণ হবে ৩১অক্টোবর ২০১৮। ১৯৭২সালের ৩১ অক্টোবর জাসদের জন্ম। সমাজ বদল, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে জাসদ সবসময় নিরলসভাবে সংগ্রাম করছে। জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি জাসদকে কখনো লক্ষ্যচ্যুত করতে পারেনি। সংগ্রাম ও আত্মত্যাগের মহিমায় জাসদ উজ্জ্বল হয়ে রয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর জাসদের উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সিদ্দিকুর রহমান,নারায়ণগঞ্জ মহানগর জাসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।উক্ত আলোচনা সভায় সকল নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জাসদ নেতৃবৃন্দ।