শুক্রবারে ইসলামী আন্দোলনের শহর শাখার গণসমাবেশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় চাষাড়া শহীদ মিনারে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

উক্ত গণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে শহর শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম এর সঞ্চালনায় জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

সভাপতি আব্দুস সোবহান বলেন, ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে উক্ত গণ সমাবেশ সফল করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আজ থেকে আমরা সকল ওয়ার্ডে ব্যাপক দাওয়াতী কার্যক্রম চালাবো যাতে গণ সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়।

add-content

আরও খবর

পঠিত