নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী-মুক্তারপুর সড়কের শীর্ষ স্থানীয় পরিবহন চাঁদাবাজ মো. শহীদুল ইসলাম জুয়েল ওরফে শহিদ (৩৫) কে ১৭ই জুলাই শনিবার সকালে গ্রেফতার করেছে ফতুলা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত চাঁদাবাজ শহিদুল ইসলাম জুয়েল ওরফে শহিদ পটুয়াখালী জেলার সদর থানার চৌরাস্তার ফারুক বেপারীর পুত্র ও ফতুল্লা থানার কাশিপুরের হাটখোলার শামীমের বাড়ীর ভাড়াটিয়া।
থানা পুলিশ জানায়, শনিবার সকালে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ পঞ্চবটী- মুক্তারপুর সড়কের পঞ্চবটী চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা-ইজিবাইক থেকে চাঁদা উত্তোলনকালে শীর্ষ স্থানীয় পরিবহন চাঁদাবাজ শহিদুল ইসলাম জুয়েল ওরফে শহিদকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, পরিবহন চাঁদাবাজ শহিদুল ইসলাম জুয়েল ওরফে শহিদের বিরুদ্ধে বাদশা নামক এক অটোরিক্সা চালক চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেছে। সেই মামলায় শহিদ কে গ্রেফতার করা হয়েছে।