নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কনকনে শীতের প্রকোপে অসহায় মানুষগুলো যখন শীত বস্ত্রহীণ ঠিক সেই সময়ই সহায়তায় পাশে দাড়ালো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম। সোমবার রাতে চাষাঢ়া রেলওয়ে ষ্টেশন ও ১নং রেলওয়ে ষ্টেশনে ৫০ জন ভাসমান অসহায় ও গরীব শীতার্তদের মাঝে হেটে হেটে কম্বল বিতরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম।
এব্যপারে গাউছুল আজম বলেন, শীতার্ত দরিদ্র ভাসমান মানুষের জন্য একটু উষ্ণতা দিতেই তাদের পাশে দাড়ানো। এই শীতে অসহায় ও গরীব মানুষেরা তাদের শীত নিবারনের জন্য কোন গরম কাপড় পাচ্ছেনা। তাই তাদের কষ্ট কিছুটা হলেও যাতে লাগব হয় তাই যতটুকু পারছি তাদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছি। আমাদের সমাজে যারা বিত্তবান আছে তাদের অনুরোধ করবো, শীত এখন প্রকট আকার ধারন করেছে। আপনারা এ সকল গরীব ও অসহায় মানুষদের পাশে এগিয়ে আসুন।