শীতলক্ষ্যা সেতুস্থলে টানেল নির্মাণের দাবিতে ফের এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণে শীতলক্ষ্যা পূর্বপাড় এবং ফরাজিকান্দা অংশে ২ শ বছরের পুরোনো ফরাজীকান্দা-কলাগাছিয়া সড়ক বহাল রাখা ও সেতুস্থলে টানেল নির্মাণের দাবিতে মদনগঞ্জ-মদনপুর মহাসড়ক অবরোধ ও মানববন্ধন  করেছে এলাকাবাসী। ১২ই মার্চ শুক্রবার  জুম্মার নামাজ শেষে বন্দর উপজেলাধীন মদনগঞ্জ-মদনপুর মহাসড়ক অবরোধ করে ফরাজিকান্দা বাজার এলাকায় তারা এ মানববন্ধনে অংশ নেন। এতে নেতৃত্ব দেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।

মানববন্ধনে বক্তারা জানান, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি এই এলাকায় ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণ করে দিচ্ছেন এজন্য আমরা অতন্ত্য আনন্দিত। এ সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় এই এলাকার হাজার হাজার মানুষ তাদের ভিটে মাটি ও বসত-ঘর হাসি মুখে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম এই সেতু নির্মাণের মুল ছকে ফরাজিকান্দার এই ২শত বৎসরের পুরানো সড়কটির বহাল রাখার কোন ব্যবস্থা রাখা হয়নি। প্রায় ৪০টি গ্রামের সকল শ্রেণী পেশার ৮ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল এই সড়কটি। যদি এই সড়কটি বহাল না রাখা হয় তাহলে ৮লক্ষ মানুষই অবরুদ্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে এলাকার শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া আসা। মদনগঞ্জ-মদনপুর সড়কের উভয় পাশেই স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা, বাজার ইত্যাদি। ফলে সড়কটি বন্ধ হলে বিচ্ছিন্ন এলাকায় পরিনিত হবে ঐতিহ্যবাহী ফরাজিকান্দা এবং তাদের চলাচল ঘুরাপথে ব্যয় বাড়বে দ্বিগুন। বাড়বে জ্যাম-জট।

এছাড়াও সেতুটির সাথে চার লেনের রাস্তা হলে কোমলমতি শিশুদের স্কুলে যেতে রাস্তা পাড়াপাড় হবে সবচেয়ে ঝুঁকির বিষয়। আমরা যে কোন মূল্যে এ সড়কটিকে রক্ষা করব। প্রয়োজনে রক্ত দিব এবং পূর্বপাড়ে ব্রিজ নির্মাণ বন্ধ করে দিব।

মানবন্ধন কালে এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন জাপার সভাপতি বাচ্চু মিয়া প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, হাজী গোলাপ হোসেন, খালিদ বিন আনিস, আব্দুস সালাম, শফিউদ্দিন ঢালী, রবি মিয়াজি, আলম মেম্বার, শাহাদাত হোসেন, সাহাদুল্লা মুকুল, শহিদুল ইসলাম রিপন, মাহাবুব মন্ডল, লিটু ফরাজী প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত