শীতলক্ষ্যা সেতুর চুক্তি সাক্ষর সম্পন্ন ॥ বন্দরে উল্লাস ও মিষ্টি বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে স্বপ্নের শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রক্রিয়ার চুক্তি সাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর এয়ারপোর্টস্থ লা মেরিডিয়ান হোটেলে কাংখিত ওই সেতুর সাইনিং কাজ সম্পন্ন হয়। এ উপলক্ষ্যে বেলা ১২টায় বন্দর ১নং খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীর তীরে মিষ্টি বিতরণ করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মিষ্টি মুখ করান কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণ, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।

মিষ্টি বিতরণকালে দেলোয়ার হোসেন প্রধাণ বলেন, শীতলক্ষ্যা সেতুর কাজ শুরু মানেই প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাসিম ওসমানের স্বপ্নের বাস্তবায়ন। দীর্ঘ দিন পরে হলেও শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি।

খান মাসুদ বলেন, শীতলক্ষ্যা সেতু মানেই আমার রাজনৈতিক শিক্ষা গুরু মরহুম সংসদ সদস্য আলহাজ¦ নাসিম ওসমানের ইচ্ছা পূরণ হতে চলেছে। দীর্ঘ দিন মরহুম নাসিম ওসমান এই সেতুর জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। ৩য় শীতলক্ষ্যা সেতুটি বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের নামানুসারে করা হলে তার জীবদ্দশার প্রচেষ্টা স্বার্থক হবে। আজকের এই দিনে মহান নেতাকে স্মরণ করি। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক।

দেলোয়ার প্রধাণ ও খান মাসুদ ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মকবুল হোসেন, মোঃ ফালান মেম্বার,হাজী মোঃ মিজানুর রহমান প্রধাণ,মোঃ আসাদুল্লাহ মাষ্টার,২২নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ মাসুম,ডালিম হাসান,মোঃ সোহেল প্রমুখ। পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মিষ্টি বিতরণকালে উপস্থিত হাজার হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে উল্লাস করতে দেখা যায়।

add-content

আরও খবর

পঠিত