শীতলক্ষ্যা নদীর তীরে ডকইয়ার্ড সহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে ৫টি ডকইয়ার্ড, ১টি দোতলা ভবন, ড্রেজারের পাইপ, কাঁচাপাকা ঘর সহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। আজ ১৭ই জুন বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া নদী তীরের কয়েকটি স্পটে সীমানা পিলার স্থাপনে ইতোপূর্বে বাধা প্রদান করায় সেগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে স্থাপন করা হয়। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ।

বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর ভূমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ডকইয়ার্ড, দোতলা ভবন ১টি, কয়েকটি ড্রেজারের পাইপ, আধা কাচাঁপাকা টিনের ঘরসহ সর্বমোট ৩৫ টি উচ্ছেদ করা হয়। নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ।

add-content

আরও খবর

পঠিত