শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হওয়া ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হওয়া ছাত্র ফাহিমুল ইসলাম লাশ বন্দর ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার করেছে । প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজির পর ৯ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টায় শীতলক্ষ্যা নদী থেকে ফাহিমের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ৫নং মাছ ঘাট এলাকায় ঘুরতে আসে মামাতো ফুফাতো দুই ভাই ফাহিম ও হাসিব। ওই সময় ফাহিম এক জাহাজ থেকে অন্য জাহাজে লাফিয়ে যাওয়ার সময় দুই জাহাজের মধ্যবর্তি স্থান দিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। সেই থেকেই ফাহিম নিখোঁজ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর থানার উপ পরিদর্শক (এসআই) এনায়েত। তিনি ফাহিমকে উদ্ধারের জন্য নদীতে বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল নামান। দীর্ঘ তিন ঘন্টা প্রচেষ্টার পর ফাহিমের লাশ উদ্ধার করে ডুবুরি দল। লাশ উদ্ধার করে বন্দর নৌ থানায় লাশ হস্তান্তর করা হয়। বর্তমানে লাশ ফাহিমের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।

ফাহিম শহরের খানপুর এলাকার বাসিন্দা। ফাহিমের বাবা মনিরুল ইসলাম খানপুরে অবস্থিত বিদ্যু অফিসের একজন কর্মকর্তা। ফাহিম ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

add-content

আরও খবর

পঠিত