নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজ চালিয়ে সাবিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ ডুবিয়ে ৩৪ জন যাত্রীকে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। ৬ই এপ্রিল মঙ্গলবার রাতে বিআইডব্লিউটির নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ–পরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় এ মামলা দায়ের করেন। ৭ই এপ্রিল বুধবার সকালে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা মামলার সত্যতা স্বীকার করেছেন।
মামলার বাদী নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ–পরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বলেন, লঞ্চ ডুবির ঘটনায় ৩৪ জনের প্রাণহানী ও জানমালের ক্ষতির অভিযোগে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছি। আশা করছি, লঞ্চ ডুবির ঘটনায় জড়িত আসামিদের পুলিশ দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবে।
ওসি জানান, এ ঘটনায় বিআইডাব্লিউটিএ একটি মামলা দায়ের করেছে। এতে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গত ৪ই এপ্রিল রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া এম এল সাবিত আল হাসান লঞ্চটি শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় আসলে একটি কার্গো জাহাজ বেপরোয়া গতিতে পেছন থেকে ধাক্কা দিলে লঞ্চটি ডুবে ৩৪ জনের প্রানহানি ঘটে। এরপর ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে গত ৫ই এপ্রিল সোমবার দুপুর ১২টায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে বিআইডাব্লিউটিএ। লঞ্চ ডুবিতে নিখোঁজ ৩৪ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রতি নিহতের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।