শীতলক্ষ্যায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ঢাকা গোলাপবাগ মাদ্রাসাতুল কাশেম ইসলামীয়া মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্র বন্ধুদের সাথে শীতলক্ষা নদীতে গোসল করতে এসে আজহারুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা দেড়টায় বন্দর ফেরীঘাটে এই ঘটনাটি ঘটে।

সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে শীতলক্ষা নদী থেকে উক্ত ছাত্রের লাশ উদ্ধার করে। এ ছাড়াও নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত মাদ্রাসা ছাত্র আজহারুল ইসলাম ঢাকা গোলাপবাগস্থ মাদ্রাসাতুল কাশেম ইসলামীয়া মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্র। এবং তার পিতার নাম আব্দুল সোবাহান মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে চাঁদপুর জেলার একই থানার বিশনদী এলাকার হাফেজ হাবিবুর মিয়ার ছেলে ঢাকা গোলাপবাগস্থ মাদ্রাসাতুল কাশেম ইসলামীয়া মাদ্রাসার একই বিভাগের ছাত্র মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় আমিসহ আমার ৪ সহপাঠী কুমিল্লা জেলার মেঘনা থানার আশিকুর রহমানের ছেলে নাফিজ (১৪) মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখা থানার বীক্রমপুর এলাকার মিজানুর রহমানের ছেলে জাহিদ হাসান (১৫) ও ঢাকা মানিকনগর এলাকার আলী হোসেন মিয়ার ছেলে ইসরাফিল (১৫) ও  আব্দুল সোবাহান মিয়ার ছেলে আজহারুল ইসলাম মিলে আমার খালার বাড়ী নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়াস্থ ভূইয়াপাড়া এলাকার  উদ্দেশ্যে আসি।

আমরা খালার বাড়ী না গিয়ে বেলা দেড়টায় সময় বন্দর ফেরীঘাটে  গোসল করার জন্য আসি। আমাদের ৫ সহপাঠী মধ্যে আজহার ও ইসরাফিল সাঁতার জানত না । আমরা তাদেরকে নদীতে নামতে নিষেধ করলেও তারা কথা না শুনে নদীতে লাফ দেয়। আমরা এলাকাবাসীর সহতায় সহপাঠী ইসরাফিলকে নদী থেকে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করতে সক্ষম হলেও আজহারুল গভীর পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী বন্দর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তার দ্রুত ঘটনাস্থলে এসে আজহারুলের মৃত দেদহ উদ্ধার করে। এ রির্পোট লেখা পর্যন্ত মাদ্রাসা ছাত্র আজহারুলের মৃতদেহ নারায়ণগঞ্জ নৌ-পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত