শীতলক্ষ্যার পূর্বপাড়ে ইকোপার্ক হচ্ছে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বি.আই.ডব্লিউ.টি.এ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক বলেছেন, সাধারণ মানুষ যাতে অবসর সময় নদীরপাড়ে বসে বিনোদন ও সময় কাটাতে পারেন সে জন্য শীতলক্ষ্যার পূর্বপাড়ে ইকোপার্ক ও পশ্চিমপাড়ে সৌন্দর্য্য বর্ধন করা হবে। ৮ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় তিনি সরেজমিনে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট, পূর্ব পাড়ে ময়নসিংহ পট্টি ঘুরে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সহযোগীতায় বিআইডব্লিউটিএ জমিতে অবৈধভাবে বসবাসরত পরিবার গুলোকে পূর্ণবাসন করা সম্ভব হয়েছে। তিনি সহযোগীতা করলে খুব দ্রুত সময়ের মধ্যে নদীর পূর্ব পাড়ে ইকোপার্ক নির্মাণ কাজ শুরু করা হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য  সেলিম ওসমানকে সাথে নিয়ে তিনি শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড় এলাকা  ঘুরে দেখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন।
বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ এর জমি লীজ নিয়ে ডকইয়ার্ডের সাইনবোর্ড ব্যবহার করে সাইকেল গ্যারেজ ও ইট বালুর ব্যবসার করে আসছিল কয়েকজন মুক্তিযোদ্ধা। কমোডর মোজাম্মেল হক দ্রুত ঐ জমির লিজ বাতিল করে সেখানে ইকোপার্ক নির্মানের জন্য মাটি ভরাটের নির্দেশ দেন এবং ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকেই মাটি ভরাটের কাজ শুরু করার কথা বলেন। পাশাপাশি তিনি ময়মনসিংহ পট্টির জমির উপর থাকা একটি মসজিদ ও তিনটি মন্দিরের স্থাপনা সরিয়ে নিতে একতা ও সততা ভূমিহীন সমবায় সমিতির নেতৃবৃন্দদের নির্দেশ দেন।
এসময় সংসদ সদস্য সেলিম ওসমান শীতলক্ষ্যা নদীর পারাপারে যাত্রীদের দুর্ভোগের কথা তুলে ধরে নদীর উভয় পাড়ে আরও দুটি পল্টুন ও জেটি নির্মাণ করে দেওয়ার কথা বলেন, সেই সাথে নদীর পশ্চিম পাড়ে যাত্রীদের যাতায়াতের জন্য সেন্ট্রাল টার্মিনাল ঘাট থেকে খেয়াঘাট পর্যন্ত যাত্রী ছাউনী ও যাত্রীদের বসার স্থান নির্মান এবং পূর্ব পাড়ে যাতায়াতের সুবিধার্থে বেবীস্ট্যান্ড সম্প্রসারন ও পূর্ব পাড়ে উচ্ছেদকৃত জমির উপর ইকোপার্ক নির্মাণের প্রস্তাব রাখেন।
কমোডর মোজাম্মেল হক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের জন্য দুটি পল্টুন বরাদ্ধের অনুমোদন দেন। সেই সাথে যাত্রী ছাউনী নির্মাণসহ খেয়াঘাটের উত্তর পাশের খালি জায়গা সাধারণ মানুষের অবসর সময় কাটানোর জন্য সৌন্দর্য্য বর্ধন করে দেওয়ার নারায়ণগঞ্জ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রকল্পে অর্ন্তভুক্ত করতে বলেন এবং নদীর পূর্বপাড়ে উচ্ছেদ হওয়া ময়মনসিংহ পট্টির জমিতে মাটি ভরাট করে দীর্ঘ মেয়াদী লীজের মাধ্যমে সেখানে শুধুমাত্র ইকোপার্ক নির্মাণের অনুমতি দেন। এ ব্যাপারে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, জনগনের যাতায়াতে সুবিধার্থে ও উন্নয়নের স্বার্থে কাউকেই সরকারী জমি দখলে না রেখে তা ছেড়ে দিতে বলেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত