শীতলক্ষ্যার দুই তীরের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যায় দুই তীরের  কারখানা, পাকা দ্বিতল ভবন, সেমি পাকা ঘর, টিনসেট দোকান ঘর ও শিল্প প্রতিষ্ঠানসহ প্রায় দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। ১লা ফেব্রুয়ারি সোমবার ও ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার দুই দিনব্যাপী অভিযানে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরের সুলতানা কামাল ব্রীজ থেকে অভিযান শুরু করেন। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা র্পযন্ত বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব জামলিরে নেতৃত্বে অভিযানটি পরচিালিত হয়।

এ সময় আরো উপস্থতি ছিলনে বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দররে যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসনে, সহকারী পরিচালক নূর হোসেনসহ অন্যান্য র্কমর্কতারা। অভিযানকালে বিপুল সংখ্যক পুলিশ, নৌ-পুিলশ, আনসার সদস্যরা উপস্থতি ছিলেন।

বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদী বন্দররে যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, নারায়ণগঞ্জরে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সোমবার থেকে ৪দিন ব্যাপী এ অভিযান  চলবে। প্রথম দুই দিনে রূপগঞ্জের তারাবো, রূপসী, পূর্বগ্রাম, এলাকায় অভিযানে একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে পাকা দোতলা ভবন ৩টি, ৭টি পাকা একতলা ভবন, ১৭টি সেমিপাকা ঘর, ৪৯ টি টিনশেড দোকান, ৩০ টি ছোট বড় শিল্প কারখানার গাইড ওয়াল, ৩টি ওয়্যার হাউজ, শবনম ভেজিটেবল ওয়লে মিল ও মোনাকো অটোরিক্সার কারখানারসহ প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছদে করা হয়। সুলতানা কামাল ব্রীজ সংলগ্ন তারাব এলাকা থেকে কাঞ্চন ব্রীজ পর্যন্ত শীতলক্ষ্যার উভয় তীরে অভিযান চলবে। দখলমুক্ত করে দখলমুক্ত স্থানে ওয়াকওয়ে ও বনায়ন করা হবে।

add-content

আরও খবর

পঠিত