শীতলক্ষ্যার তীরে দ্বিতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো অভিযানে ৩টি দ্বিতল ভবন, ৫টি একতলা ভবন, একটি একতলা পাকা মার্কেট, একটি কারখানাসহ অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কতৃর্পক্ষ।

বুধবার (২৪এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী এবং উপ-পরিচালক মো,. শহিদুল্লাহর তত্বাবধানে উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। এসময় বিআইডব্লিউটিএ`র জাহাজ অগ্রপথিক, একটি এক্সাভেটর (ভেকু), একটি টাগবোট, বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও উচ্ছেদকর্মী উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ন-পরিচালক মো. গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী থেকে ১৫০ ফুট সীমানা পুন:নির্ধারণ করে সে অনুযায়ী এর অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, ১০ দিনের উচ্ছেদ অভিযান কর্মসূচীর প্রথম ধাপে গেলো সপ্তাহে তিনদিনের অভিযানে সুলতানা কামাল সেতুর পুর্বপাড় থেকে পশ্চিমপাড়ে চনপাড়া এলাকা পর্যন্ত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে অভিযানের প্রথম দিনে গতকাল মঙ্গলবার চনপাড়া এলাকায় পাকা ও আধপাকা আরো ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বুধবার বিকেল ৩টা পর্যন্ত নোয়াপাড়া এলাকায় ৩টি দ্বিতল ভবন, ৫টি একতলা ভবন, একটি একতলা পাকা মার্কেটসহ অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএর নির্বাহি ম্যাজিষ্ট্রেট দীপ্তিময়ী জামান জানান, নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।

add-content

আরও খবর

পঠিত