শীতলক্ষ্যার জয়ে জমে উঠলো শিরোপা

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : শুরুটা ছিল ভাল। শেষটাও হলো ভাল। কিন্তু মাঝখানে নিজেদের ভুলে পিছিয়ে পড়া। এসবই ঘটেছে শীতলক্ষ্যার ক্রিকেট ক্লাবের। লীগের প্রথম ম্যাচে তারা হারিয়েছিল পাইকপাড়া ক্রিকেট একাডেমীকে। নিজেদের শেষ ম্যাচে হারালো শিরোপার দাবীদার টার্গেট গ্রুখেলোয়াড়প ক্রিকেট একাডেমীকে। এ জয়ে লীগ শিরোপা কে পাবে তা লীগের শেষ ম্যাচেই জানা যাবে। একদিন বিরতি দিয়ে শুরু হয় লীগের পঞ্চম রাউন্ড।

লীগের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ম্যাচ দেখলো দর্শকরা। ১ উইকেটের জয় নিয়ে শীতলক্ষ্যা অপেক্ষায় রাখলো সবাইকে। শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে বিকেএমইএ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর শেষ রাউন্ডের ১ম ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। সকালে টস জিতে শীতলক্ষ্যা ক্রিকেটের অদিনায়ক রুমি টার্গেট গ্রুপকে ব্যাট করতে পাঠায়।

৯ রানে তারা প্রথম উইকেট হারায়। ৪৭ রানে ২য় উইকেট। ৬১ রানে ৩য় উইকেট। ১০০ রানে ৪ উইকেট। ১২৫ রানে ৫ উইকেট। এমন ব্যাটিংএ তাদের স্কোর ১৭০ই যথেষ্ট বলে তাদের কাছে মনে হয়েছে। খেলার মধ্যেও তার প্রতিফলন দেখা গেছে।  সাইফুল ইসলাম ৮১ বলে ৫২ রান করেন। ২৪ রানে আউট হন হিমেল সাগর। হাবিব ২১,ইমরান ২০ এবং বাবু ১৯ রানে ফিরেন। শীতলক্ষ্যার শাকিল ৩০ রানে ৩টি এবং জিকু ৩৫ রানে ২টি উইকেট পান। শীতলক্ষ্যার টার্গেট  ৪০ ওভারে ১৭১ রান।

ওভার প্রতি ওভারে ৪.২৭৫। ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে শীতলক্ষ্যা ধুকতে থাকে। হঠাৎ খেলার চিত্র বদলে যায়। ১৬১ রানে ৯ উইকেট পড়ে শীতলক্ষ্যার। উত্তেজনা চরমে। দৃঢ়তা দেখান শাকিল ও ডাবলু। শাকিল ৯ এবং ডাবলু ২ রানে অপরাজিত থেকে দলকে বিজয়ের আনন্দে ভাসান। শীতলক্ষ্যা হাসে জিকু ও রনির ব্যাটে। রনি ৪১ ও জিকু ২৯ রান করেন। আব্দুল্লাহ্ ২৫,তুষার ২৪ রান করেন। বিজয় ১৫ রানে ৩ উইকেট নেন। হাবিব ও গোলাম রাব্বি ২ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী : ৪০ ওভার (১৭০/৯) সাইফুল-৫২,হিমেল সাগর-২৪,হাবিব-২১,ইমরান-২০,বাবু-১৯। অতিরিক্ত-১৩। শাকিল-৩/৩০,জিকু-২/৩৫।

চতুরঙ্গ ক্রীড়া চক্র : ৩৮.৪ ওভার (১৭১/৯) রনি-৪১,জিকু-২৯,আব্দুল্লাহ্-২৫,তুষার-২৪,লিয়ন-১৪। অতিরিক্ত-৬। বিজয়-৩/৩৮,হাবিব-২/২১,গোলাম রাব্বি-২/২৭।

মঙ্গলবারের  খেলা : ইসদাইর সূর্যোদয় সংঘ ও দূর্ণিবার স্পোর্টিং  ক্লাব।

add-content

আরও খবর

পঠিত