শীতলক্ষা সেতু যেন নাসিম ওসমান নামকরণে হয় : পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে যারা প্রবীন আছেন তারা সবাই জানেন উনার কি অবদান। উনার অক্লান্ত চেষ্টা ছিল শীতলক্ষ্যা ব্রিজ নির্মান করার। ইনশাআল্লাহ সেটা হতে চলেছে। আপনারা অনেকে দাবী তুলেছেন এই সেতু যাতে উনার নামে হয়, আমার আহ্বান থাকবে আপনারা আবার দাবী তুলবেন এই সেতুর নামকরণ যাতে নাসিম ওসমান নামকরণে হয়। তাহলে উনার আত্মা শান্তি পাবে।

রবিবার (৬ মে) দুপুরে চাষাড়া বালুর মাঠস্থ তিতাস ভবনের সামনে নাসিম ওসমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জেলা ও মহানগর ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, তাদের একমাত্র ছেলে আজমেরী ওসমান।

তিনি আরও বলেন, আজ ১১ দিন ধরে বের হচ্ছি। ঘরে থাকতে পারছি না, আপনাদের ডাকে। আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসতে হচ্ছে। আজকে যার জন্য এই আয়োজন তিনি আপনাদের অত্যান্ত প্রানপ্রিয় জননেতা ও ভালোবাসার মানুষ ছিলেন। মনে অনেক কষ্ট অনেক ব্যথা, তারপরেও আপনাদের সামনে এসে দুই একটি কথা বলি। আমি নারায়ণগঞ্জ ও বন্দরবাসীর প্রতি অনেক কৃতজ্ঞ। আপনাদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসার ঋন আমি কোনদিন শোধ করতে পারব না।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, বন্দর মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা মহীলা পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক  শারমীন ইসলাম, জাতীয় পার্টির নেতা শরিফ হোসেন শাহ, জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক বাবু রিপন ভাওয়াল, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, মহানগর ছাত্র সমাজের আহ্বায়ক শাহ আলম সবুজ।

ছাত্র সমাজের উদ্যেশ্যে তিনি বলেন, তোমরা রাজনীতি কর ভালো কথা। কিন্তু রাজনীতির সঙ্গে সঙ্গে নিজেকে নিষ্ঠা ও সত্যবাদী প্রমান করবে। মনে রাখবে, রাজনীতির অপর নাম ভালোবাসা। টাকা পয়সা দিলেই ভালোবাসা পাওয়া যায় এটি ভুল। মানুষকে ভালোবাসতে হবে। আজ তোমরা ছোট আছো, কাল অনেক বড় হবে। তোমাদের মধ্য থেকেই কেউ এমপি বা মন্ত্রী হয়ে দেশের সেবা করবে। তোমাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলার যুগ্ম আহ্বায়ক, ইসরাফিল হোমনে সোহাগ, মুরাদ হোসেন মুন্না, ওয়াহেদুল ইসলাম বন্ধন, জেলার সদস্য লোকমান হোসেন টিপু, সোহেল মেহেদী, রবিউল, মহানগরের যুগ্ম আহ্বায়ক অলী আহমেদ, আলামিন, রানা প্রধান, সদস্য মাসুম, মহানগর সদস্য রুবেল, নয়ন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত