নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান বলেছেন, নাসিম ওসমান বন্দর বাসী ও সকলের জন্য কতটুকু করেছে তা আপনারা জানেন। তবে উনার সপ্নগুলো সবটুকু সে বাস্তবায়ন করতে পারেনি। আমি দেখেছি শীতলক্ষা সেতুর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা প্রস্তাব রেখেছেন সেতুটি যেন উনার নামকরণে হয়। এটা অত্যন্ত খুশির বিষয় আপনারা তাকে স্মরণ করে এতো ভালোবাসেন। এই সেতু নামকরণের মাধ্যমে আপনাদের ভালোবাসার প্রমানিত প্রতীক হবে নাসিম ওসমান। ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুতই শীতলক্ষা সেতু হবে। ১৭ই মার্চ শনিবার বিকাল সাড়ে ৫টায় বন্দর ২৭ নং ওয়ার্ডের হরিপুর এলাকায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম ভূইয়াঁর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহীলা পার্টির নেত্রী শারমীন, সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, সোহেল, নুরুজ্জামান, আলমগীর ভূইয়াঁ, আজিজুর, জসীম, সৌরভ প্রমুখ।
তিনি আরও বলেন, আজকে আমাদের বাঙ্গালী জাতির হাজারো বছরের শ্রেষ্ঠ নায়ক শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সারাদেশে উৎসাহের সাথে পালন করছে, আমরাও করছি। যার জন্ম না হলে স্বাধীনতা পেতাম না, বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। কিন্তু অনেক দু:খের বিষয় যে বাঙ্গালী জাতিই উনাকে হত্যা করছে। ওদের বিচার এই মাটিতেই এখন হচ্ছে। যে সুন্দর দেশ গড়তে তিনি চেয়েছিলেন উনারই কন্যা আজ বাস্তবায়ন করছেন। তবে তিনি আজ তা দেখে যেতে পারলেন না। তবে বাবার আদর্শকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছে। তাই আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করবেন।