শীঘ্রই কদম রসুল সেতু নির্মাণ, পরিচালক নিয়োগে বৃহস্পতিবার সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নম্বর খেয়াঘাট দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর বহুল আকাঙ্খিত কদম রসুল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। সেতু নির্মাণ প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক নিয়োগে সভাও আহবান করা হয়েছে। আগামী ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রস্তাবের প্রেক্ষিতে এর আগে গত ২০১৮ সালের ৯ অক্টোবর একনেকের সভায় ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কদম রসুল সেতু অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে মূল সেতুর জন্য খরচ ধরা হয়েছে ৪৩০ কোটি টাকা। বাকি ১৬০ কোটি টাকা ব্যয় হবে জমি অধিগ্রহণসহ অন্যান্য খরচে। শীতলক্ষ্যা নদীর ওপর পাঁচ নম্বর ঘাট থেকে বন্দরের একরামপুর হয়ে ১৩৮৫ মিটার দীর্ঘ হবে এই সেতু। যার মূল ব্রীজ ৩০০ মিটার ও এপ্রোচ রোড হবে ৩.৫০ কিলোমিটার।

ইতোমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ও প্রকল্পের দুই কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ার ডিএম ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড ও ডংসাং ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধিরা। কদম রসূল সেতুর বিশেষত্ব হবে এ সেতুর একটি স্প্যান থেকে আরেকটির দূরত্ব হবে ২০০ মিটার। বাংলাদেশে এমন সেতু রয়েছে দুটি যার একটি কর্ণফুলী নদীতে এবং অন্যটি বরিশালে এখনো নির্মাণাধীন। সব কিছু ঠিক থাকলে এই বছরের মার্চে এই সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

add-content

আরও খবর

পঠিত