নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় রাসেল (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২রা জানুয়ারি সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এতে ৪ জনকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্ত রাসেল ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকার হাজী লাল চান মিয়ার ভাড়াটিয়া। খালাসপ্রাপ্তরা হলো : কবির, সেন্টু, রুবেল ও বাসু।
এ বিষয়ে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন বলেন, শিশু অপহরণ মামলায় ১ জনের যাবজ্জীবন ও ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।
এদিকে মামলা সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ১২ অক্টোবর দুপুরে শিশুকে অপহরণ করেন রাসেলসহ তার সহযোগীরা। সন্ধ্যায় আসামীরা শিশুকে অজ্ঞাত জায়গায় নিয়ে আটকে রাখে এবং পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনার দিন রাতেই শিশুর বাবা ফতুল্লা মডেল থানায় মামলা করেছিলেন।